ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অপহরণ-ধর্ষণ মামলার যাবজ্জীবনের ৩ আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
অপহরণ-ধর্ষণ মামলার যাবজ্জীবনের ৩ আসামি আটক

ঢাকা: ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। আটকরা হলেন শাকিল, বকুল মিয়া ও শিমু বেগম।

শুক্রবার (০৭ জুলাই) রাতে ঢাকার ভাটারা থানাধীন জোয়ার সাহারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর গুলশান থানা এলাকায় অষ্টম শ্রেণির একজন কিশোরীকে স্কুলে যাওয়ার সময় শাকিল অপহরণ করে নিয়ে যায়। ভিকটিমকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করে এবং তার সহযোগীদের সহায়তায় খাবারের সঙ্গে নেশা জাতীয় ওষুধ খাইয়ে অজ্ঞান করে রাখত। সর্বশেষ ২০২২ সালের ১৭ জানুয়ারি ভিকটিম কৌশলে পালিয়ে তার নিজ বাসায় চলে আসে।

পরবর্তীতে কিশোরীর পরিবার এ বিষয়ে আদালতে শাকিল ও তার দুই সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগের বিষয়ে পিবিআই ঢাকাকে তদন্তের নির্দেশ দেন। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি পিবিআই মামলাটির তদন্তভার নেয় এবং তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে।

পরবর্তীতে মামলাটির দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত শাকিল, তার বাবা বকুল মিয়া ও শাকিলের মা শিমু বেগমের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় দেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে ছিলেন।

অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা থানা এলাকা থেকে তিন আসামিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।