ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
সাটুরিয়ায় নৌকা থেকে পড়ে কৃষক নিখোঁজ 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী খেয়াঘাট পার হওয়ার সময় নৌকা থেকে পড়ে শাহজাহান নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

 

শনিবার (৮ জুলাই) জেলার সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শাহজাহান মিয়া ওই একই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, সকালের দিকে শাহজাহান মিয়া গরুর ঘাস কাটার জন্য চরতিল্লি চরে যান। ঘাস কেটে ফেরার পথে ধলেশ্বরী খেয়াঘাট পার হওয়ার সময় মাঝ নদীতে পড়ে যান। প্রবল স্রোতের মধ্যে পড়ে যাওয়ায় শাহজাহানকে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা করেও পাওয়া যায়নি। পরে  ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেওয়া হয়। দীর্ঘ সময় অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।  

মানিকগঞ্জ শিবালয়ের ফায়ার সার্ভিসের ওয়ার ইন্সপেক্টর মজিবুর রহমান বলেন, নিখোঁজ কৃষককে উদ্ধারে চেষ্টা চলছে তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।