ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মুদি দোকানিকে হত্যা মামলায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
বগুড়ায় মুদি দোকানিকে হত্যা মামলায় আটক ১

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ৫০০ টাকার জন্য মুদি দোকানি জাকিরুল হত্যা মামলার পলাতক আসামি জাহাঙ্গীর হোসেনকে (২২) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

রোববার (০৯ জুলাই) দুপুর ১টায় র‍্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

আটক জাহাঙ্গীর বগুড়া ধুনট উপজেলার মাজবাড়ী এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার দড়িনন্দগ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জাকিরুল ইসলাম ধুনটের মাজবাড়ীতে বিয়ে করেন।  সেখানেই জাকিরুল মুদি দোকান দেন। গত বছরের ৯ ডিসেম্বর আসামি জাহাঙ্গীর তার পূর্ব পরিচিত জাকিরুলের কাছ থেকে আগের পাওনা ৫০০ টাকা চায়। তখন জাকিরুল আসামি জাহাঙ্গীরকে আগে দোকানের বাকি টাকা পরিশোধ করতে বলে। এ সময় জাহাঙ্গীর টাকা না দিয়ে রাত ৮টার দিকে মুদি দোকান থেকে জাকিরুলকে টেনে বের করে কিল-ঘুষি ও হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে জখম করেন। পরে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনাহাটা বাজারে পল্লী চিকিৎসকের চেম্বারে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ ডিসেম্বর ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরেই পুলিশের পাশাপাশি র‍্যাব আসামিকে ধরতে নজরদারি শুরু করে। পরে শনিবার (০৮ জুলাই) রাত ১০টায় র‍্যাব-১২ বগুড়া এবং র‍্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, আসামি আটক এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ধুনট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।