ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
ভাঙ্গায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ নাঈম শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

গ্রেপ্তার নাঈমকে রোববার (৯ জুলাই) দুপুরের দিকে ফরিদপুরের আদালতে পাঠানো করা হয়েছে।

 

শনিবার (৮ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার পশ্চিম হাসামদিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

নাঈম শেখ একই উপজেলার বড়দিয়া এলাকার মো. ওবায়দুর শেখের ছেলে।  

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে নাঈমকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গা থানার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। নাঈমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মামলা দায়ের শেষে রোববার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।