ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির (আইএসএ) অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আইএসএ প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ এ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্যামাইকার কিংস্টনে আইএসএ সদর দপ্তরে গত ৫ থেকে ৭ জুলাই অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের অর্থ কমিটির সভায় মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলমকে আইএসএর অর্থ কমিটির চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত হয়। তিনি সর্বসম্মতিক্রমে সংস্থাটির অর্থ কমিটির চেয়ার হন।
১৯৯৪ সালে আইএসএ প্রতিষ্ঠার পর এই প্রথম বাংলাদেশ এ কমিটির চেয়ার হলো। এ ছাড়া কানাডার কেনেথ ওং সংস্থাটির ভাইস চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
টিআর/আরএইচ