ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের পিয়ন!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
শতাধিক গ্রাহকের ৫ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের পিয়ন! অভিযুক্ত পিয়ন রঞ্জু আকন্দ

সিরাজগঞ্জ: অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা বলে শতাধিক গ্রাহকের প্রায় ৫ কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন এক ব্যাংকের সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার পিয়ন।  

অভিযুক্তের নাম রঞ্জু আকন্দ।

তিনি শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা মহল্লার মৃত নুরুল আকন্দের ছেলে।

রোববার (৯ জুলাই) ব্যাংকের ওই শাখায় ভুক্তভোগী গ্রাহকেরা তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া টাকা দেখতে না পেয়ে ম্যানেজারের অফিস ঘেরাও করেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, ঈদের পর থেকেই ব্যাংকে পিয়ন রঞ্জুর দেখা মিলছে না। তিনি নিখোঁজ রয়েছেন। আজ (রোববার) সকালে দু-একজন গ্রাহক ব্যাংকে এসে নিজেদের অ্যাকাউন্টে খোঁজ নিয়ে জমা করা অর্থ দেখতে পাননি। বিষয়টি জানাজানি হলে শতাধিক ভুক্তভোগী গ্রাহক এসে ব্যবস্থাপকের কার্যালয় ঘিরে ফেলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। প্রতারক পিয়নকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগী গ্রাহকেরা জানান, মো. রঞ্জু আকন্দ দীর্ঘদিন ধরে জনতা ব্যাংকের সিরাজগঞ্জের শাহজাদপুর শাখার পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গ্রাহকদের সহযোগিতা করার কথা বলে তাদের জমাকৃত টাকা নিজের কাছে রেখে ব্যাংকের সিল-স্বাক্ষর মেরে রিসিভ কপি গ্রাহককে দিয়ে দিতেন। আবার ওইসব গ্রাহকেরা টাকা উত্তোলন করতে আসলে চেক নিয়ে নিজের কাছ থেকে টাকা দিয়ে দিতেন।  

ভুক্তভোগীদের অভিযোগ,  এভাবে অনেক প্রবাসীর লাখ লাখ টাকা ব্যাংকে জমা রাখার কথা বলে তা অ্যাকাউন্টে না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন পিয়ন রঞ্জু আকন্দ।  

ব্যাংকের ক্যাশিয়ার, ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাদের যোগসাজশে এই ৫ কোটি টাকা লোপাট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

তারা বলেন, রঞ্জু নিজেকে ব্যাংকের এমডির ঘনিষ্ঠ আত্মীয় পরিচয় দিয়ে ব্যাংকের কর্মকর্তাদের চোখের সামনে অপকর্ম চালিয়ে যেতেন।

পিয়ন রঞ্জু আকন্দ গ্রাহকদের টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করেছেন ওই ব্যাংক শাখার ব্যবস্থাপক জেহাদুল ইসলাম।  

তিনি বলেন, ব্যাংকের নকল সিল তৈরি করে গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন রঞ্জু। তিনি ব্যাংকের এমডির আত্মীয় পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে অপকর্ম করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।