হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্বশুর নূর আলমকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
রোববার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূর আলমের সঙ্গে তার মেয়ের জামাতা সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার রাত ৮টায় ঝগড়ার এক পর্যায়ে সেলিমের ছুরিকাঘাতে নূর আলমের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, খুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
আরআইএস