ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে জামাতার হাতে শ্বশুর খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
চুনারুঘাটে জামাতার হাতে শ্বশুর খুন

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্বশুর নূর আলমকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।

রোববার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূর আলম পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নূর আলমের সঙ্গে তার মেয়ের জামাতা সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার রাত ৮টায় ঝগড়ার এক পর্যায়ে সেলিমের ছুরিকাঘাতে নূর আলমের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, খুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেলিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।