ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিজের জমি রক্ষার্থে প্রধানমন্ত্রীর সাহায্য চান বীর মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
নিজের জমি রক্ষার্থে প্রধানমন্ত্রীর সাহায্য চান বীর মুক্তিযোদ্ধা

রাঙামাটি: রাঙামাটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।  

সোমবার (১০ জুলাই) সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বলেন, ১৯৫৮ সালে আমার বাবার মৃত্যুর পর আমার চাচা আমির আলী, রব্বত আলী ষড়যন্ত্র করে আমাদের পারিবারিক পাঁচ একর জায়গা দখল করে নিজেদের নামে করে ফেলেন। পরে মামলা করে আমি জায়গাগুলো পেলেও তারা প্রভাব খাটিয়ে আমার জায়গা দখলে রাখেন।

আমার স্বজনরা সালিশের নামে ডেকে নিয়ে এসিড মেরে আমার চোখ নষ্ট করে দেন। আমি হতদরিদ্র। তাদের ভয়ে দিন কাটাচ্ছি, যোগ করেন তিনি।

তিনি বলেন, আমি শুধু একজন বীর মুক্তিযোদ্ধা নই, আমি মুক্তিযুদ্ধের কমান্ডার। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাহায্য কামনা করছি, আমার পৈত্রিক সম্পত্তিগুলো যেন এ প্রভাবশালী মহলের দখল থেকে উদ্ধার করে দেন।  

সংবাদ সম্মেলনে তার ছেলে মোবারক আলী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।