ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষ

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাসের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য, ভবনে মশার লার্ভা, বৃষ্টির পানি আটকে থাকার তথ্য দিয়ে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে নগরবাসীকে আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আগামী বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে চালু হবে ডিএসসিসির এ নিয়ন্ত্রণ কক্ষ।

সোমবার (১০ জুলাই) বিকেল ৫টায় নগর ভবনে তিনটি অ্যাপস উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান মেয়র। তিনি বলেন, ডেঙ্গু নিয়ে সচেতনতা সঠিক ও দায়িত্বশীল না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তাপস আরও বলেন, এখন কেবল মৌসুম শুরু হয়েছে। শ্রাবণ ভাদ্র মাসে এটি আরও বৃদ্ধি পায়। গত ৩০ বছরের তথ্য সেটি বলছে। আমাদেরকে সচেতন হতেই হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।