ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাদিয়ানি ইস্যু, কবর থেকে তোলা হলো আরিফের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
কাদিয়ানি ইস্যু, কবর থেকে তোলা হলো আরিফের মরদেহ

পঞ্চগড়: গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া অনুসারীদের (কাদিয়ানি) জলসা বন্ধের দাবিতে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে নিহত আরিফুর রহমান আরিফের (৩০) মরদেহ পাঁচ মাস পর কবর থেকে তুলেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) আদালতের নির্দেশে সকালে পঞ্চগড় পৌর সভার কেন্দ্রীয় গোরস্থান থেকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি তোলা হয়।

থানা পুলিশ জানায়, ঘটনার পর নিহতের পরিবার কোনো অভিযোগ বা মামলা দায়ের না করায় গত ৪ জুন পঞ্চগড় সদর থানায় বাদী হয়ে একটি সুয়োমুটো মামলা দায়ের করেন উপ-পরিদর্শক ফরহাদ হোসেন। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ জানতে মরদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) এসএম সিরাজুর হুদা মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, যেহেতু নিহতের পরিবার কোনো মামলা দায়ের করেনি, তাই পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মৃত্যুর কারণ জানতে মরদেহ তোলা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

এর আগে, গত ৩ মার্চ শুক্রবার পঞ্চগড়ের আহমদনগর এলাকায় কাদিয়ানিদের সালনা জলসা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এ সময় মুসল্লিরা উত্তেজিত হয়ে গেলে পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এতে প্রায় ১০ ঘণ্টা ধরে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।  

এতে দুজন নিহত এবং পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হন। এই ঘটনায় নিহত আরিফ পঞ্চগড়ের মহিলা কলেজ রোড এলাকার ফরমান আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।