ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ৫ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ৫ কর্মকর্তা

ঢাকা: চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে চট্টগ্রামে একজন এবং সিলেট ও খুলনায় দুইজন করে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক মো. তোফায়েল ইসলামকে চট্টগ্রামের বিভাগের কমিশনার করা হয়েছে। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে বদলি করে আনা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে সিলেট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. হেলাল হোসেনকে খুলনা এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচনের আগে এসব নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।