ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
সাভারে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩ 

সাভার, (ঢাকা): সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং পিনিক রাব্বি গ্রুপের তিন সদস্যকে কুপিয়েছেন হৃদয় গ্রুপের সদস্যরা। এ ঘটনায় আহত তিন সদস্যকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।



সোমবার (১০ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ।  

এর আগে রোববার (০৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজ্জাক প্লাজা ও সুপার ক্লিনিক সংলগ্ন একটি খাবার হোটেলের ভেতর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিনিক রাব্বি গ্রুপের আকাশ (২১), ইয়াসিন (২২) ও সোহাগ (২১)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  

অভিযুক্তরা হলেন- কিশোর গ্যাং লিডার হৃদয় (২২), আকাশ (২১), নুর উদ্দিন (২২) ও জনিসহ আরও আট থেকে ১০ জন সদস্য।  

আহতদের সঙ্গে থাকা সুভাষ নামের এক ব্যক্তি বলেন, হৃদয় এলাকায় কিশোর গ্যাং পরিচালনা করেন। কিশোর গ্যাংয়ের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরে আজ রাত ১০টার দিকে ওই এলাকায় হৃদয়সহ তার গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে যায়। সেখানে রাব্বির লোকজনকে দেখামাত্র এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে রক্তাক্ত জখম করে হৃদয় বাহিনী। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানায়, পিনিক রাব্বি ও হৃদয় সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। দুই গ্রুপের সদস্যরাই চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে চলেছে। তাদের জন্য সর্বদা আতঙ্কে থাকতে হয়। রাব্বি ও হৃদয়ের নামে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। রাতে রামদা নিয়ে আজ এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা চালিয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের আটকে অভিযান চালানো হচ্ছে।

আহতদের বিষয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ নাছির উদ্দিন বলেন, আহত তিনজনের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। তবে আহত একজনের অবস্থা আশংকাজনক।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএফ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।