ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুদ্ধাপরাধী আব্দুর রশিদ গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
যুদ্ধাপরাধী আব্দুর রশিদ গ্রেপ্তার

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক যুদ্ধাপরাধী মো. আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (১০ জুলাই) রাতে সাতক্ষীরা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেপ্তার রশিদের বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, অপহরণের মতো বিভিন্ন যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে।

মামলাটির তদন্ত চলাকালে ট্রাইব্যুনাল কর্তৃক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই সে নিজ এলাকা ছেড়ে সাতক্ষীরাতে আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় র‌্যাব-৩ তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।