ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে অভিনব কায়দায় মাদক পাচার, ২ নারী গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
আড়াইহাজারে অভিনব কায়দায় মাদক পাচার, ২ নারী গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই শীর্ষ নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় তাদের কাছে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।



বুধবার (১২ জুলাই) ভোরে বিশনন্দী ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করে।  

গ্রেপ্তার লাভলী আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বাড়িখোলা গুচ্ছ গ্রাম এলাকার মোহাম্মদ মিরনের স্ত্রী। আরেকজন শান্তা আক্তার ওরফে মাহমুদা শরীয়তপুরের জাজিরা থানার লাল উচাদ কবিরাজ বাড়ি এলাকার রাব্বী মিয়ার স্ত্রী।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ফজলুল হক খান জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক বিক্রেতা। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে পুরো শরীরে গাঁজা পেঁচিয়ে অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে। পরে বিভিন্ন পরিবহনে করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদক থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।