ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে আওয়ামী লীগ নেতা শিবলী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
বাজিতপুরে আওয়ামী লীগ নেতা শিবলী কারাগারে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. রকিবুল হাসান শিবলীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।  

বুধবার (১১ ডিসেম্বর) কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) সদস্যরা। পরে তাকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়।  

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাজিতপুর থানার মামলার আসামি হিসেবে মো. রকিবুল হাসান শিবলীকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।