ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বার্ন ইনস্টিটিউটের সামনে ফুটপাতে মিলল নবজাতকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বার্ন ইনস্টিটিউটের সামনে ফুটপাতে মিলল নবজাতকের মরদেহ

ঢাকা: রাজধানীর শাহবাগ থানার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে ফুটপাত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক একদিন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে বুধবার (১২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর মালত জানান, বার্ন ইনস্টিটিউটের সামনে ফুটপাতে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল মরদেহটি। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে রেখে গেছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।