ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাটারা থেকে ১১৭ লিটার চোলাই মদসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
ভাটারা থেকে ১১৭ লিটার চোলাই মদসহ আটক ১

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক বহনকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার কাছ থেকে ১১৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) আনুমানিক সকাল ৯টার দিকে ভাটারা থানাধীন বারিধারা ব্লক-জে এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলমকে (৩৪) সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।