ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভিক্টর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ দুজনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
ভিক্টর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ দুজনের

ঢাকা: রাজধানীর রামপুরা মহানগর চেকপোস্টে ভিক্টর পরিবহনের বাস ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কলেজছাত্র জাহিদ হাসান (২৪) ও মেহেদি হাসান পারভেজ(১৩)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় মেহেদির। আর মুমূর্ষ অবস্থায় জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর জাহিদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রামপুরা এলাকায় বাস ধাক্কায় আহতকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।

নিহতের বড় ভাই মো. ইমরান হোসেন জানান, তিনি জাহিদকে সঙ্গে নিয়ে বিকেলে বাসা থেকে তারা হাতিরঝিলে পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। রামপুরা ব্রিজের পাশে ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় একটি বাস তাদের ওপর উঠে যায়। এ সময় জাহিদ গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদের বাবার নাম মোদাচ্ছের আলী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে। পরিবার নিয়ে তারা ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন।

মেহেদি হাসানের মা পারভিন আক্তার জানান, মেহেদি শারীরিক প্রতিবন্ধী ছিল। তার বাবা রিপন সরদারও পাগল প্রকৃতির; তিনি রাস্তায় রাস্তায় থাকেন। তারা সাড়ে ১১ নম্বর সেকশনের কালশিতে বসবাস করেন। গ্রামের বাড়ি শরিয়তপুরের ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা গ্রামে। বিকেলে মেহেদিকে নিয়ে মিরপুর থেকে রামপুরা এলাকায় ভিক্ষা করতে যান তিনি। এ সময় ভিক্তট পরিবহনের বাসটি তাদের ওপর উঠে যায়। পরে ঘটনাস্থলেই মেহেদির মৃত্যু হয়।

হাতিরঝিল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার ইভা জাহিদের নিহতের ঘটনাটি নিশ্চিত করেন।

মেহেদির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন থানার অপর উপ-পরিদর্শক মো. মিনহাজুল ইসলাম তিনি বলেন, রামপুরা মহানগর চেকপোস্টের কাছে ভিক্টর পরিবহনের একটি বাস রাস্তার পাশে উঠে যায়। এতে মেহেদির মৃত্যু হয়। জাহিদ নামে এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়। তিনি এও জানান, ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালককেও।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।