ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নড়াইলে সাজাপ্রাপ্ত ৮ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
নড়াইলে সাজাপ্রাপ্ত ৮ আসামি গ্রেপ্তার

নড়াইল: নড়াইল সদর ও লোহাগড়ায় উপজেলায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নড়াইল পুলিশ কন্ট্রোল রুম থেকে এ তথ্য জনা গেছে।

পুলিশ জানায়, বিভিন্ন এলাকা থেকে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানামূলে তাদের গ্রেপ্তর করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- নড়াইল সদর থানার শেখপাড়া গ্রামের সাগর মোল্যা, আলফাজ হোসেন ও সাকিব হাসান, কামালপ্রতাপ গ্রামের মুস্তাক কাজী, আকদিয়া গ্রামের ওয়ালিদ ও লোহাগড়া থানার কালিনগর গ্রামের ছাদ্দাম মোল্যা, পোদ্দারপাড়া গ্রামের আল-আমিন মোল্যা, চর করফা গ্রামের ইরফান মুন্সি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার করা আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।