ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেলফি তুলতে রেললাইনে, ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
সেলফি তুলতে রেললাইনে, ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

কুমিল্লা: জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তিন বন্ধুসহ সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

শুক্রবার দুপুর পৌনে ২টার সময় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া মো. সিয়াম লালমাই উপজেলার হাজতিয়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, বাগমারা বাজারে চাচার দোকানে সময় দিতো সিয়াম। প্রতিদিন দেড়টা থেকে ২টার মধ্যে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন এ এলাকা অতিক্রম করে। বিষয়টি সিয়াম ও তার বন্ধুদের জানা ছিল। নামাজ পড়তে বের হওয়ার সময় সবার পরনে পাঞ্জাবি ছিল। তাই শখ করে সেলফি তোলার জন্য রেললাইনে দাঁড়ায় তিন বন্ধু। এ সময় পেছন থেকে সিয়ামের মাথায় ধাক্কা দেয় ট্রেনটি। ট্রেনের ধাক্কায় তার মগজ বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ আসার আগেই তার মরদেহ স্বজনরা নিয়ে যান।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।