ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাঁজার গাছ লাগিয়ে বড় ভাই প্রবাসে, ছোট ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
গাঁজার গাছ লাগিয়ে বড় ভাই প্রবাসে, ছোট ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ 

শরীয়তপুর: তিন মাস আগে নিজের বাড়ির সামনে ৩টি গাঁজাগাছ লাগিয়ে মালয়েশিয়া পাড়ি জমান আনোয়ার ছৈয়াল। আর সেই অপরাধে তার ছোটভাই শহীদুল ছৈয়ালকে আটক করে নিয়ে গেল ডিবি পুলিশ।

 

এই দুই ভাই শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলালউদ্দিন ছৈয়ালের ছেলে।  

মঙ্গলবার (১৮ জুলাই) আলালউদ্দিন ছৈয়ালের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়ি থেকে গাঁজা গাছসহ শহীদুলকে আটক করে নিয়ে যায় তারা।  

পরদিন (বুধবার) দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহীদুলকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।  

তিনি বলেন, ছঁয়গাও ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ওই ছেলেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।