ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সম্পর্ক মজবুত করতেই বাইডেন একের পর এক দল পাঠাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী 

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
সম্পর্ক মজবুত করতেই বাইডেন একের পর এক দল পাঠাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী 

ঢাকা: বাংলাদেশের সঙ্গে সম্পর্কে মজবুত করতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক দল পাঠাচ্ছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ দাবি করেন।

 

তিনি বলেন, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আরও মজবুত সম্পর্ক চান প্রেসিডেন্ট বাইডেন। সে জন্যই তিনি একের পর এক দল পাঠাচ্ছেন।

আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ঢাকায় আসছেন।  

তার সফর সম্পর্কে জানতে চাইলে ড. মোমেন বলেন, তারা আসুক সমস্যা নেই। আমাদের গোপন করার কিছু নেই। আপনারা (সাংবাদিকরা) সেখানে শুধু সন্দেহ খোঁজেন। প্রেসিডেন্ট বাইডেন বাংলাদেশ ও আমেরিকার আরও মজবুত সম্পর্ক চান। সে জন্যই তিনি একের পর এক দল পাঠাচ্ছেন।  তারা আলোচনা করছেন কীভাবে বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক মজবুত করা যায়।

জাকার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতে আলোচনার প্রসঙ্গে মোমেন বলেন, আমার সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনা হয়েছে। কীভাবে সম্পর্ক আরও মজবুত করা যায় সে বিষয়ে। অন্য কোনো আলাপ করেননি।

উল্লেখ্য, কয়েক দিন আগে জাকার্তায় ৩০তম আসিয়ান রিজিওনাল ফোরামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ হয় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।