ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত এক, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত এক, আহত ৫

কক্সবাজার: শহরের হোটেল মোটেল সড়কে মাইক্রোবাস ও দুই অটোরিকশার (টমটম) ত্রিমুখী সংঘর্ষে আলম রায়হান (২৯) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবারর (২১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।  

নিহত যুবক মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরার ঘোনা এলাকার আব্দুল গনির ছেলে। আহতরা সবাই দুই অটোরিকশার যাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শহরের হোটেল মোটেল জোন থেকে একটি মাইক্রোবাস এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা আরও একটি অটোরিকশা ধাক্কা দেয় তাদের। এ সময় অটোরিকশা দুইটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আলম নামের এক যুবক গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।