ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলাহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
ভোলাহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) সকালে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ফাতেমা বেগম (৪৩) ও একই উপজেলার ধরমপুর গ্রামের সমসের আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৫)।

এ ঘটনায় আহতরা হলেন- বিরেশ্বরপুরের বারিক আলীর ছেলে নাঈম আলী, ফুটানীবাজারের ইসরাঈলের ছেলে নজরুল ইসলাম ও একই এলাকার মৃত বাবুর ছেলে ইসরাঈল। আহতদের সবার বাড়ি ভোলাহাট উপজেলায় এবং আহত ও নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলাহাট থেকে কানসাটগামী একটি দ্রুত গতির সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী পাঁচ যাত্রী গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে ফাতেমা ও হেলালের মৃত্যু হয়। এছাড়া বাকি তিন যাত্রীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর থেকেই দুই যানবহনেরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।