ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ১১ জামায়াত কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
পটুয়াখালীতে ১১ জামায়াত কর্মী আটক আটক ১১ জামায়াত কর্মী

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় একটি হোটেলে গোপন বৈঠককালে জামায়াত ইসলামের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ।  

শনিবার (২২ জুলাই) দুপুরের দিকে কুয়াকাটা শহরের আবাসিক হোটেল আল হেরা’র ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক হয়।

এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় উগ্রবাদী চিন্তা ধারার বই ও লিফলেট।

আটকরা হলেন- ফরিদুল (৫৬), মোফাজ্জেল (৭৫), ফারুক (৫৭), আজিজুর রহমান (৩৮), হান্নান (৫০), আরিফ (২৪), জাহিদুল (৪৬), শফিকুল (৩৪), এনামুল (৩৭), হালিম হাওলাদার (৬৪) ও হারুন উর রশিদ (৫৭)। তাদের বাড়ি ঝালকাঠী জেলায়।  

কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আটকরা হোটেল কক্ষে বসে বড়কর্মী সভা এবং নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।