ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার সঠিকভাবে করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার সঠিকভাবে করতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বরিশাল: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবত স্টেডিয়াম জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই (বরিশাল) অঞ্চলের মানুষের জন্য উপহার। তাই এটিকে আন্তর্জাতিক মানের তৈরি করার জন্য সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হচ্ছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কিরি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বরিশালে কোনো আন্তর্জাতিক খেলা হলে খেলোয়াড়রা যেন এখানে অবস্থান করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে।  এখানে একটি ইনডোর নেট প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করে দিচ্ছি। প্রেস বক্সকে দোতলা থেকে তিনতলা করা হচ্ছে, গ্যালারিতে শেড স্থাপন করার পাশাপাশি চেয়ার বসানো হচ্ছে। এখানে এলইডি স্ক্রিন ছিল না, সেটিও লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। ফ্লাডলাইটও সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বরিশাল সদর উপজেলায় একটি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বাবুগঞ্জেও একটি মিনি স্টেডিয়ামের কাজ শুরু করতে যাচ্ছি। এছাড়া প্রতিটি উপজেলায় ধাপে ধাপে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, এক পদ্মা সেতু এ অঞ্চলের ভাগ্য কীভাবে পরিবর্তন করে দেয়, তা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। তার ঋণ কোনভাবেই পরিশোধ করা সম্ভব নয়।

বিদ্যুতের যথেচ্ছা অপচয় রোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বরিশালসহ দেশের সেসকল স্টেডিয়ামে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, তা পরিশোধ করে সমন্বয় করা হবে। যাতে আর বকেয়া না থাকে এবং রেগুলার বিদ্যুৎ বিল দিতে পারে সে ব্যবস্থাও করা হবে। মনে রাখতে রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার সঠিকভাবে করতে হবে।

অনুষ্ঠানে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে, আর তারা খেলাধুলায় আকৃষ্ট হলে মাদক থেকে দূরে থাকবে। মাদক থেকে দূরে থাকলে সু-নাগরিক হিসেবে বেড়ে উঠবে। তারা সুনাগরিক হিসেবে বড় হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, প্রধানমন্ত্রীর স্বপ্ন উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।