কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৫৬ জন।
কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ২৬ জন এবং গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ছাড়পত্র পেয়েছেন ২৫ জন। তবে এ সময়ের মধ্যে কোনো রোগীর মৃত্যু হয়নি।
কিশোরগঞ্জ জেলায় চলতি বছরের (২০২৩) জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২১৯ জন। পাশাপাশি একই সময়ে মোট ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন ১৬৩ জন। আর এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
গত শুক্রবার (২১ জুলাই) ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, শনিবার (২২ জুলাই) ৪০, রোববার (২৩ জুলাই) ৫৫ ও সোমবার (২৪ জুলাই) ৫৬ জন।
স্থানীয়ভাবে জেলায় এখন পর্যন্ত কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি বলে জানা গেছে। স্বাস্থ্যবিধি মেনে ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালে কঠোর সতর্কতার সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কিশোরগঞ্জ জেলার বাসিন্দা হলেও এসব রোগী ঢাকা ও অন্যান্য জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এসেছেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এফআর