ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরি 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের দুটি দোকান থেকে প্রায় দেড় কোটি টাকার মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে শহরের কালীবাড়ি মোড়ের এলআর প্লাজার মোবাইল মেলা নামে দুটি দোকানে এ ঘটনা ঘটে।

দুপুরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

দুটি দোকানের মালিক জিসান জানান, সকাল ১১টার দিকে আমি মার্কেটে এসে দেখি, আমার দুই দোকানের সাটার লাগানো, তবে তালাগুলো খোলা। পরে দোকান দুটির ভেতরে ঢুকে দেখি, দামি দামি ব্র্যান্ডের ২০০ শতাধিক মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, এর মধ্যে আইফোন-১৪ প্রো ম্যাক্স, আইফোন-১৩ প্রো ম্যাক্স, আইফোন-১৩, আইফোন-১২ প্রো ম্যাক্স, আইফোন-১১ প্রো ম্যাক্স, গুগল পিক্সেল-৭ প্রো, অপো, ভিভো, শাওমি, ওয়ান প্লাস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের, স্যামসাংয়ের, স্যামসাং ফোল্ড-৩ মডেলের, ফোল্ড-৪ মডেলের, ফ্লিপ-৩ মডেলের ও ফ্লিপ-৪ মডেলের ফোন রয়েছে। দোকানে গণনা চলছে, হিসেবের পর চুরি হওয়া ফোনের সংখ্যা সঠিকভাবে জানা যাবে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছি।  এ ব্যাপারে পুলিশি তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।