ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
কালের কণ্ঠের সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার বাবা-ছেলে

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পালের ওপর হামলার অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৯ জুলাই) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন মাহাফুজ মিয়া (৭০) ও তার ছেলে সুমন (২৯)।  

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রাতেই ক্লিনিকের মালিক আশিস কুমার পাঁচজনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।

শুক্রবার (২৮) সন্ধ্যায় দ্যা কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে এক নারী কর্মচারী ডাক্তারের ভিজিট চাইলে সুমন তাকে লাঞ্ছিত করেন। পরে সুমনের নেতৃত্বে ২০/২৫ জন যুবক সংঘবদ্ধ হয়ে ওই নারী কর্মচারীকে তুলে নিতে আসেন। খবর পেয়ে কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল ছুটে গিয়ে বাধা দিলে তাকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সটকে পড়েন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার দুই মূলহোতাকে আটক করে।  

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি তিন আসামিকে ধরতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।