ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটের উন্নয়নে ১২ দফা দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
লালমনিরহাটের উন্নয়নে ১২ দফা দাবিতে মানববন্ধন

লালমনিরহাট: প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ঘিরে লালমনিরহাটের উন্নয়নে ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে অতিক্রম নামক একটি সামাজিক  সংগঠন।  

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

লালমনিরহাটে পরিত্যক্ত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চালু ও তিস্তা মহাপরিকল্পনাসহ লালমনিরহাটের উন্নয়নে ১২ দফা দাবি তুলে সামাজিক এ সংগঠনটি।
 
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরকে ঘিরে এ ১২ দফা দাবি তোলা হয়।  

দাবিগুলো হলো- প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল, পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনা, পরিত্যক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালু, পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু, রংপুর-বুড়িমারী মহাসড়ক ফোর লেন করা, তিস্তা নদীর ওপর ডুয়েলগেজ রেলসেতু নির্মাণ, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বুড়িমারী টু ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালু, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, যুব প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা, আইটি পার্ক, ধরলা নদীতে দুই পাড়ে নদী শাসনের ব্যবস্থা ও কৃষকদের জন্য সরকারি বাজার চালু।

পরে তারা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এসব দাবি সম্বলিত স্মরকলিপি দেন। একই দাবিতে লিফলেট বিতরণ করে সংগঠনটি।  

অতিক্রমের সভাপতি হেলাল কবির, নদীভাঙ্গা পরিষদের আহ্বায়ক এম এ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আকমলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।