ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে কিশোরকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নবীগঞ্জে কিশোরকে গলা কেটে হত্যা প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দিনগত রাত ১২টায় নবীগঞ্জ থানা পুলিশ নিজ বসতঘর থেকে ওই কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করে।

নিহত মোস্তাকিন মিয়া উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে এবং নির্মাণ শ্রমিকের কাজ করত।

নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বাংলানিউজকে জানান, স্থানীয়রা মোস্তাকিন মিয়ার বসতঘরে শোবার খাটের ওপর তার গলা কাটা মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

তিনি আরও জানান, এটি নিশ্চিত একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মোস্তাকিনের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে কালিয়ারভাঙা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন ভুট্টো বাংলানিউজকে জানান, রাতে গ্রামে অন্য আরেকটি ব্যাপার নিয়ে পঞ্চায়েত চলছিল। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু হয়। পরে সেখানে গিয়ে মোস্তাকিনের গলা কাটা মরদেহ তার ঘরে পাওয়া যায়।

তিনি আরও জানান, ওই কিশোরের অন্য তিন ভাইয়ের মধ্যে দুজন মধ্যপ্রাচ্যে এবং একজন মৌলভীবাজারের একটি ইটভাটায় কাজ করেন। মোস্তাকিন নির্মাণ শ্রমিকের কাজ করত। ঘটনার রাতে শুধু সে ও তার দুই ভাবি ঘরে ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।