ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শত্রুতায় গেল ১৩৫টি গাছের প্রাণ, বাঁধা দেওয়ায় হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
শত্রুতায় গেল ১৩৫টি গাছের প্রাণ, বাঁধা দেওয়ায় হুমকি

বরগুনা: বরগুনায় প্রতিপক্ষের সঙ্গে বিবাদের জেরে ১৩৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠছে।  

গত শুক্রবার (২৮ জুলাই) সকালে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী এলাকায় ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১ আগস্ট) সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ওই এলাকার ভুক্তভোগী বাসিন্দা আবুবক্কর সিদ্দিক।

তিনি বলেন, প্রতিপক্ষ সেলিম মুসল্লির পরিবার ও আমি একই এলাকায় বসবাস করি এবং আমরা পরস্পর আত্মীয়স্বজন। তাদের সঙ্গে আগে থেকে জমি জমার বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৮ জুলাই সকালে আমার ভোগ দখলীয় সম্পত্তি থেকে আমার রোপন করা মেহগনি, রেইনট্রিসহ ফলজ বিভিন্ন প্রকারের দেড় লক্ষাধিক টাকার ১৩৫টি গাছ কেটে নিয়ে যায় তারা। এ সময় তাদের বাঁধা দিলে আমাকে হত্যার হুমকিসহ ঘরবাড়িতে হামলা করে কুপিয়ে তছনছ করে ফেলে। পরে ৯৯৯-এ ফোন করে পুলিশে জানালে আমাদের রক্ষা করে।  

এ বিষয় জানতে যোগাযোগ করা হলে সেলিম মুসুল্লি বলেন, ওই জমি আমাদের। সেখানে অপ্রয়োজনীয় কিছু গাছ কাটা হয়েছে। এর বেশি কিছু না।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ৯৯৯ এর ফোনে পুলিশ গিয়ে উভয় পক্ষকে থানায় ডেকে আনেন। এখনও পর্যন্ত লিখত অভিযোগ দেননি তারা। নিজেদের মধ্যে সালিশ মীমাংসার কথা বলে তারা সময় নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।