ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে কারাবন্দি এক ভারতীয় নাগরিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
ঢামেকে কারাবন্দি এক ভারতীয় নাগরিকের মৃত্যু

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুখ কুমার (৪৯) নামে কারাবন্দি এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ভারতের দিল্লির বিলাসপুর উপজেলার খেরট এলাকার বাসিন্দা।

বুধবার (২ আগস্ট) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি সূত্র জানায়, কেন্দ্রীয় কারাগারে অসুখ কুমার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হলে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আরপি নম্বর-১৮/২৩। অসুখ কুমার ভারতের দিল্লির বিলাসপুর উপজেলার খেরট এলাকার বাসিন্দা।  গত ২৭ জুন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।