ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর বাস টার্মিনালের বেহাল দশা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
সৈয়দপুর বাস টার্মিনালের বেহাল দশা

নীলফামারী: উত্তরের দিনাজপুর ও রংপুরের মধ্যবর্তী নীলফামারীর বানিজ্যিক শহর সৈয়দপুর। এখানে একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থাকলেও দীর্ঘদিনেও মেরামত ও সংস্কার না করায় ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে।

সারাবছরই কাঁদাপানি আর নোংরা পরিবেশের কারণে যাত্রীরা টার্মিনালে নামতে পারেন না। তাই বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলো প্রধান সড়কেই যাত্রী ওঠায়-নামায় করে। এতে করে ছোট-বড় দুর্ঘটনায় জীবনহানির ঘটনাও ঘটছে।

সূত্র জানায়, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, পার্বতীপুর, নীলফামারীর বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করে থাকে। এখানকার বাস টার্মিনালটি ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে।  

দূর-দূরান্ত বাস যাত্রীরা বাস ধরতে টার্মিনালে আসেন কিন্ত টার্মিনাল ব্যবহার করতে পারছেন না। এমনকি টার্মিনাল ভবন ব্যবহার করতে পারছেন না। বিশেষ করে শৌচাগার ব্যবহারে অসুবিধায় পড়তে হচ্ছে।

পৌরসভা প্রতিবছরই কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণের অর্থবরাদ্দ রাখলেও কোনো কাজ হচ্ছে না। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও সৈয়দপুর বাস টার্মিনাল আধুনিকভাবে নির্মাণের জন্য ২ কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। কিন্ত এখনো এই টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়নি।  

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহানের সাথে কথা বললে জানান, সৈয়দপুর পৌরসভায় বিশ্ব ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার  অর্থায়নে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে। সৈয়দপুর বাস টার্মিনাল আধুনিক মানের হিসাবে নির্মাণ করতে বাজেটে বরাদ্দ ধরা হয়েছে। আশাকরি, চলতি অর্থবছরে বাসটার্মিনালের কাজ শুরু হবে। তখন আর মানুষের দুর্ভোগ পোহাতে হবে না।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।