ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
গাজীপুরে কারখানার ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় পোশাক কারখানার ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৫ আগস্ট) রাতে ওই শ্রমিক মারা যান।

 

নিহতের নাম জালাল উদ্দিন (৪৫)। তিনি রাজশাহীর বাঘা থানার গৌরাঙ্গপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় বাসা ভাড়া থেকে কোনাবাড়ী এলাকায় একতা নীট ফেব্রিক্স কারখানার লোডার হিসেবে কাজ করতো জালাল উদ্দিন। শনিবার বিকেলে কাজ করার সময় ৫ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় তিনি। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান লিটন জানান, কারখানার ছাদ থেকে পড়ে জালাল উদ্দিন গুরুতর আহত হন। করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩।
আরএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।