ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নড়াইল: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নড়াইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপত্বি করেন জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।  

এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, গোলাম কবীর, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ হানিফ, সাবেক অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।  

সভায় বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আর্ট ক্যাম্প, শিশুদের নিয়ে নৌকা ভ্রমণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।  

এ কর্মসূচিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।