ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ ২০০ কেজি চিংড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ ২০০ কেজি চিংড়ি জব্দ

সাতক্ষীরা: সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে নদীতে বিষ দিয়ে শিকার করা ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার (০৮ আগস্ট) দিনগত রাত ৩টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন আন্ধারমানিক নদীতে অভিযান পরিচালনা করে এসব চিংড়ি মাছসহ নৌকাটি জব্দ করা হয়।

কোবাদক স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, আন্ধারমানিক নদীতে অভিযান পরিচালনা করে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ওই নৌকা থেকে ৩ বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত চিংড়ি বিনষ্ট করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।