ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বঙ্গবন্ধুর ম্যুরালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
নেত্রকোনায় বঙ্গবন্ধুর ম্যুরালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

নেত্রকোনা: নেত্রকোনায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় নেত্রকোনা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ প্রশাসক অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।

 

এছাড়া এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।