ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতীয় শোকদিবসে বিজিবির পক্ষ থেকে বান্দরবানে খাদ্য বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
জাতীয় শোকদিবসে বিজিবির পক্ষ থেকে বান্দরবানে খাদ্য বিতরণ

বান্দরবান: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বান্দরবানে দুস্থদের নিখরচায় চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী দিয়েছে বিজিবি।  

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টরের আয়োজনে সদর উপজেলার ক্রাইক্ষ্যংপাড়া বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

এসময় বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুইশজনকে  বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেন।  

পরে ফরেস্টটিলা, ক্রাইক্ষংপাড়া, হানসামাপাড়া ও পূর্ব কালাঘাটা এলাকার সাধারণ জনগণের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বান্দরবান সেক্টর দপ্তরের কমান্ডার কর্নেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা। এছাড়া বিজিবি বান্দরবান সেক্টর দপ্তরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (লজিস্টিকস) ক্যাপ্টেন মো. তসলিম আহমেদ এবং বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।