ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরায় ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
উত্তরায় ভবন থেকে পড়ে শ্রমিক নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে নাজমুল হোসেন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উত্তরা ১৪নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমুলের সহকর্মী রিয়াজুল জানান, তারা উত্তরা ১৪ নম্বর সেক্টরে ১৯ নম্বর রোডের নির্মাণাধীন ৭তলা ভবনের তিনতলায় কাজ করেন। নাজমুল রডমিস্ত্রির সহকারী ছিল। বিকেলে ভবনের তিনতলার বারান্দায় মেশিন দিয়ে রড কাটছিল। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।

রিয়াজুল আরও জানান, আহত অবস্থায় নাজমুলকে প্রথমে কুয়েতমৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।

মৃত নাজমুল টাঙ্গাইল সদর উপজেলার দারাগাউয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতো।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এজেডএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।