ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
গৌরনদীতে গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার পুলিশের কবজায় গাঁজার গাছসহ চাষি।

বরিশাল: বরিশালের গৌরনদীর সুন্দরদী মহল্লার একটি পানবরজ থেকে ১২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু সায়েদ ঘরামী (৪৫) নামের এক চাষিকে গ্রেপ্তার করা হয়েছে।



গ্রেপ্তার গাঁজাচাষির নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো উদ্ধার ও চাষিকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।