ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার বিপক্ষের শক্তির ষড়যন্ত্রের প্রতিফলন বঙ্গবন্ধুকে হত্যা: জবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
স্বাধীনতার বিপক্ষের শক্তির ষড়যন্ত্রের প্রতিফলন বঙ্গবন্ধুকে হত্যা: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): দেশের স্বাধীনতা চায়নি তাদের ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিফলন হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যা বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

রোববার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ‘বঙ্গবন্ধু হত্যার বিচারের পূর্বাপর: ন্যায় বিচারের স্বরূপ সন্ধান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, নিছক মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে মুক্তিযুদ্ধের পরাশক্তিরা দেশের উন্নয়নকে স্থবির করতে চাচ্ছে। একচোখা নীতিতে ফায়দা হাসিলের চেষ্টা করছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে নিয়েই আসন্ন নির্বাচনে সবাইকে সচেতন থাকতে হবে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান।

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বর্তমান প্রজন্ম সত্যিকারের হানাদারবাহিনীকে চেনে না। মুক্তিযুদ্ধের পর বিদেশি পর্যবেক্ষকদের জিয়াউর রহমান দেশে আসতে দেননি বরং ইতিহাস চাপা রাখতে চেয়েছেন। বিএনপি জামায়াত দেশটাকে পুনরায় পাকিস্তানে রূপান্তরিত করতে চেয়েছেন। এরপরও বঙ্গবন্ধুকন্যা হাল ধরেছেন। প্রধানমন্ত্রীর সাহসিকতায় বিশ্বের সব পরাশক্তিরা এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। নতুন প্রজন্মকে বিভ্রান্ত না করে সঠিক ইতিহাস জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিফলন ঘটাতে হবে।

সভায় ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, দেশে ধর্মীয় উন্মাদনা চরম পর্যায়ে পৌঁছেছে। পাকিস্তান চিরকালই অস্বাভাবিক অবস্থায় ছিল। ভারতেও রাজনৈতিক অবস্থা সংকটাপন্ন। ভারত ও ইসরাইল উভয়েই মুসলিম বিদ্বেষী। ভারত নিজেদের জনগণের বিপরীতে সেনাবাহিনী ব্যবহার করছে। বঙ্গবন্ধু তার উদার মানবিকতা দিয়ে সব ধরনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এমকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।