ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
বরিশালে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ছালাম

বরিশাল: বরিশালের বানারীপাড়ায় দুই সন্তানের জননীকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) বিকেলে বানারীপাড়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গাভা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী কারিমা বেগম (২৬) গাভা গ্রামের ভ্যানচালক আব্দুল ছালাম হাওলাদারের স্ত্রী। আটক ছালাম (৪২) ওই গ্রামের আজিজ হাওলাদারের ছেলে।

বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিনউদ্দিন বলেন, দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে কারিমার মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করেন ছালাম। পরে ঘরে পাশের খালের পানিতে চুবিয়ে কারিমা হত্যা করেন ছালাম। মৃত্যু নিশ্চিত করে মরদেহ তীরে এনে লুঙ্গি দিয়ে ঢেকে রাখেন তিনি। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ছালামকে আটক ও মরদেহ উদ্ধার করে।

পরিদর্শক মমিনউদ্দিন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে ছালাম। স্ত্রী পরকীয়া প্রেমে জড়িত সন্দেহ করতো। এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া হতো। এর জেরে স্ত্রীকে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন ছালাম।

তিনি আরও জানান, নিহত কারিমার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।