ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বন্যা: আড়াই লাখ ডলার জরুরি সহায়তা দিল যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
বান্দরবানে বন্যা: আড়াই লাখ ডলার জরুরি সহায়তা দিল যুক্তরাষ্ট্র

ঢাকা: বান্দরবানে বন্যা ও ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আড়াই লাখ ডলার জরুরি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, চলতি আগস্টের মাঝামাঝি সময়ে বান্দরবান জেলায় বন্যা এবং ভূমিধস থেকে পুনরুদ্ধারে এই অর্থ ব্যয় হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবানের সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা বিতরণ করবে।

ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড এশলিম্যান বলেছেন, যুক্তরাষ্ট্র ৫০ বছরেরও বেশি সময় ধরে জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আজ, আমরা এই সর্বশেষ ট্র্যাজেডিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলিকে সাহায্য করার জন্য একসাথে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়তা ভাগাভাগির লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।