ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
সৈয়দপুরে অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ বন্ধ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে হোটেল-রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।  

শনিবার (২৬ আগস্ট) সকাল থেকে হোটেল মালিক ও শ্রমিক সমিতি যৌথভাবে ওই ঘোষণা বাস্তবায়ন করছে।

ফলে শহর ও আশেপাশের আড়াই শতাধিক হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে।  

সৈয়দপুর হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সখেন ঘোষ জানান, গতরাতে তাজির উদ্দিন গ্র্যান্ড নামে একটি হোটেলে খাদ্য পরিবেশনের পর অকারণে কয়েকজন খরিদ্দার হোটেল কর্মচারীকে মারধর করেন। ওই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কোনো দোকানপাট খোলা হবে না। কর্মচারীদের সঙ্গে এ ধরনের আচরণ কারো কাম্য নয়।

এ ব্যাপারে হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম জানান, হোটেলের শ্রমিকরা ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করে থাকেন। এ অবস্থায় শ্রমিকের গায়ে হাত তুলে জঘন্যতার পরিচয় দেওয়া হয়েছে।  

তিনি আরও জানান, হোটেল শ্রমিককে মারধর এবং হোটেল মালিককে হুমকির প্রতিবাদে সৈয়দপুর হোটেল মালিক সমিতি ও হোটেল শ্রমিক সংগঠনের যৌথ ঘোষণায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। হোটেল খোলা রাখলে মালিক সমিতি ও হোটেল শ্রমিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।