ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বসতঘরে পড়ে ছিল বৃদ্ধার গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
বগুড়ায় বসতঘরে পড়ে ছিল বৃদ্ধার গলাকাটা মরদেহ

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় জাহেরা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামে তার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত জাহেরা বেওয়া ওই গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী।

জানা যায়, জাহেরা বেওয়ার চার ছেলে এবং দুই মেয়ে। ছেলেদের মধ্যে একজন ঢাকায়, একজন টাঙ্গাইলে পৃথক দুটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। অপর দুজন এলাকায় বসবাস করে। সেই দুই ছেলের একজন আবার শারীরিকভাবে অসুস্থতার কারণে গত ৪দিন ধরে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।  

বৃদ্ধার এক সন্তানের দাবি আমার মায়ের নামে কোনো জমা-জমি নেই। তাই জমা-জমি নিয়ে এ হত্যার কোনো আশঙ্কা নেই।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈকত হাসান জানান, রাতে ঘরে ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় ওই হত্যার ঘটনা ঘটানো হয়েছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। আশাকরি খুব তাড়াতাড়ি রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।