ঢাকা: রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম আব্দুল হালিম রাঢ়ী (৬৭)।
বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘাটে। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও রেলস্টেশনে বেসরকারি কর্মচারী মো. শাহজাহান মিয়া জানান, বিকেলে তেজগাঁও রেলস্টেশনের দক্ষিণ পাশে ‘জামালপুর কমিউটার’ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে স্টেশনমাস্টার আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে শাহজাহানের মাধ্যমে হাসপাতালে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, নিহতের সঙ্গে থাকা মোবাইল ফোন ও এনআইডি কার্ড থেকে তার নাম পরিচয় জানা গেছে। এনআইডি কার্ডে তার ঠিকানা লেখা রয়েছে, তেজগাঁও পূর্ব নাখালপাড়া। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। এছাড়া তার স্বজনদেরও খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এজেডএস/জেএইচ