ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে অচেতন অবস্থায় ভর্তি, ফ্লাইট ছিল ওমানে যাওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
ঢামেকে অচেতন অবস্থায় ভর্তি, ফ্লাইট ছিল ওমানে যাওয়ার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা জসিম উদ্দিন (৫৬) নামে এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

পুলিশ বলছে, বুধবারই জসিমের ওমানে যাওয়ার ফ্লাইট ছিল।

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার সঙ্গে পাসপোর্ট ও ৩০০ টাকা ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

তিনি জানান, তার পাসপোর্ট ও ভিসার তথ্যে জানা গেছে, তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কাগজপত্রে দেখা যাচ্ছে, দেশে আসার পর আজ আবার ওমানে যাওয়ার কথা ছিল তার। আজই (বুধবার) তার বিমানের ফ্লাইট। ধারণা করা হচ্ছে, ঢাকায় আসার পথে গাড়িতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও জিনিসপত্র খোয়া গেছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৩
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।