ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোর্শেদা আকতার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা সদরের রামনগর ইউনিয়নের পূর্ব বাহালী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

মোর্শেদা পূর্ব বাহালী পাড়া গ্রামের আশেকুল ইসলামের স্ত্রী। তাদের পরিবারে তিন সন্তান রয়েছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে বাড়ির গোয়াল ঘরে একটি ছেঁড়া তার টিনের বেড়ায় লেগে থাকে। এসময় গোয়াল ঘরটি পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

সদর থানার ওসি বলেন, দুপুরে গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।