ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩৬ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
গাজীপুরে ৩৬ কেজি গাঁজাসহ আটক ১ আটক মাদক কারবারি

ঢাকা: গাজীপুর জেলার শ্রীপুর থেকে ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১।

আটক মাদক কারবারি হলেন-মো. নাজিম উদ্দিন (৩৪) অভিযানে তার কাছ থেকে ৩৬ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন এব ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কাওরাইদ সোনাব গ্রামস্থ কফিল উদ্দিনের পানের দোকানের সামনে কাওরাইদ টু জৈনা বাজার রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে ময়মনসিংহ জেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

উদ্ধার মাদকদ্রব্য ও আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।